• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় ‘পাঠকবন্ধু’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

desk
প্রকাশিত মে ১৫, ২০২৪, ১৪:৫৮ অপরাহ্ণ
তালায় ‘পাঠকবন্ধু’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

তালা ( সাতক্ষীরা)  ॥ আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠন ‘পাঠকবন্ধু’র সাতক্ষীরা তালা উপজেলার শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে এস এম নাহিদ হাসান আহ্বায়ক ও অর্ঘ্য ঘোষকে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
বুধবার (১৫মে) রাতে আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
যুগ্ম আহ্বায়ক তাপস সরকার ও আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত।
সদস্য, স্মরন বসাক, পার্থ দেবনাথ, আলভি, সজীব বিশ্বাস, মোঃ সজীব খান, সৈয়দা কানিজ ফাতেমা মোহনা, সুরভী সাদিয়া লিমা, জনি বিশ্বাস, কাজী মাহি, অর্ক মজুমদার, জাফিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ইমরান হোসেন শাওন, মুশফিকুর রহমান পরাগ, শাহরিয়ার রহমান ফাহিম, তাওহীদুর হাসান রুপম, মোঃ নয়ন শেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাঠকবন্ধু’র সাতক্ষীরা তালা উপজেলার শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হলো। কমিটির সদস্যদের কর্মতৎপরতার ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি দেওয়া হবে।
##