সাতক্ষীরার তালায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে তিন দিনব্যাপী উক্ত কর্মশালায় সমাপনী দিনে বৃহস্পতিবার (১৬ মে) প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দীকি।
এ সময় রিটার্নিং অফিসার ও সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, সহকারী রিটার্নিং অফিসার ও তালা উপেজলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুল ইসলাম, তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম, পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা নির্বাচন অফিসার সাদিক বিন জামান প্রমুখ উপস্থিত ছিলেন।