• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়ের মালা জনতারই হবে … সরদার মশিয়ার রহমান

desk
প্রকাশিত মে ১৯, ২০২৪, ১৪:০৬ অপরাহ্ণ
বিজয়ের মালা জনতারই হবে … সরদার মশিয়ার রহমান

তালায় চিংড়ি মাছ প্রতীকের নির্বাচনী জনসভা

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানের চিংড়ি মাছ প্রতীকের সমর্থনে শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) বিকালে তালা পুরাতন হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্বা আলাউদ্দীন জোয়ার্দারের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয় ।

জনসভাকে সফল করতে তালা উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে কয়েক হাজার সমার্থকরা সমাবেশে উপস্থিত হয়। জনাসভাটি মুহুর্তের মধ্যে মাঠ পরিপূর্ণ হয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখের চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী সরদার মশিয়ার রহমান। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা ওয়ার্কাস পার্টির নেতা হিরন্ময় মন্ডল, সাবকে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মিন্টু, গোবিন্দ দাশ, ইউপি সদস্য সরদার আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদিন হাসান দীপ প্রমুখ।

সরদার মশিয়ার রহমান বলেন, আমি আপনার ভালবাসায় এই পর্যন্ত এসেছি, ২১ মে উপজেলার জনগণ চিংড়ি মাছ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের যে কোন বিপদে আপদে আপনাদের পাশে থাকবো। জনগণই আমার শক্তি, আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে চাই, কোনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইনা। এবার নির্বাচন ব্যাতিক্রম, কোন দলীয় প্রার্থী নেই,নির্বাচন অবাধ ও সুষ্ট নিরোপেক্ষ হবে। কোনো ভয় ভীতি পাবেন না, আপনার সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন, বিজয়ের মালা জনতারই হবে।