তালা (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাপপিরিচ প্রতীকের ঘোষ সনৎ কুমার । এ নিয়ে টানা চতুর্থ বারের মত নির্বাচিত হলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকের সরদার মশিয়ার রহমান পেয়েছে ৩২ হাজার ৬৭৮ ভোট। নির্বাচিত ঘোষ সনৎ কুমার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এদিকে ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের মোঃ ইখতিয়ার হোসেন ও ফুটবল প্রতীকের মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।