• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শহীদ মুক্তিযোদ্ধা কলেজ জয়ী

desk
প্রকাশিত জুন ১১, ২০২৪, ১৩:৩৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শহীদ মুক্তিযোদ্ধা কলেজ জয়ী

সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী খেলায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে আশাশুনী সরকারি কলেজকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার (১১ জুন) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, তালা উপজেলা ক্রীড়া সংস্তার সাধারণ সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।