• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় রায়পুর কল্যাণী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

desk
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ণ
তালায় রায়পুর কল্যাণী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

তালা (সাতক্ষীরা)  ॥  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরা তালায় রায়পুর কল্যাণী ফাউন্ডেশনের উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১৮ জুন) দিন ব্যাপী রায়পুর কল্যাণী ফাউন্ডেশনের প্রাঙ্গনে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শোভন মল্লিক রাহুল ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ তাকিয়া সুলতানা প্রায় দুই শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।


মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্বাবধান ও উদ্বোধন করেন কল্যাণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুফল গোলদার। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু।