তালা (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরার তালায় জেলা পর্যায়ে ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি পরিচালনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জুন ) সকালে তালা উত্তরণ ট্রেনিং সেন্টারে ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন ( সিএসও) টু আপ হোল্ড হিউম্যান রাইটপস, ন্যাশষনাল ইন্টিগ্রিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের অধিনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।
একশনএইড বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন সুশীল প্রকল্পের ম্যানেজার মৌসুমী বিশ^াস, প্রোগ্রাম অফিসার নুসরাত আইরীন এবং মিল অফিসার অঞ্জন রায়। কর্মশালায় ভূমিজ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সুশীল প্রকল্পের ডিষ্ট্রিক্ট কো-অডিনেটর দে অঞ্জন কুমার।
উক্ত কর্মশালায় ভূমিজ ফাউন্ডেশন এর ১১ টি সিএসও এর মোট ২২ জন প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যপি কর্মশালায় মানবাধিকার, সংখ্যালঘু অধিকার এবং এই সকল অধিকার অর্জনের ক্ষেত্রে বাধা ও বাধা উত্তরনের উপায় বিষয়ক আলোচনা হয়।