• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

desk
প্রকাশিত মে ১৬, ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ণ
তালায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

তালা (সাতক্ষীরা)  : তালায় পুকুরে ডুবে ফায়াজ মোড়ল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২দিকে তালা সদরে বারুইহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। ফায়াজ মোড়ল বারুইহাটি গ্রামে মফিজুল মোড়লের ছেলে ও বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেনীর ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ফায়াজ তার মা সাথে বাড়ির পাশে মাঠে ছাগল চরাতে যায়। এ সময় অসাবধানতা বশত সে ঘেরের এক পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু ফায়াজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।