• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন

desk
প্রকাশিত জুলাই ২, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ
তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন

তালা ( সাতক্ষীরা) ।।

শৈশব আহম্মেদ সাগর দলনেতা ও তাপস সরকারকে উপ-দলনেতা মনোনীত করে তালা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্টে সাতক্ষীরা ইউনিট সাধারণ সম্পাদক  সৈয়দ ফিরোজ কামাল শুভ্র কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উক্ত কমিটিতে আব্দুল্লাহ আল জোয়াবের প্রান্ত উপ-দলনেতা (২), সরদার ওয়াসিফ আহম্মেদ জিসান ও মনিরুল ইসলাম মনি প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ, তৈয়বুর রহমান ও জিয়াদ বিন এ আর প্রশিক্ষণ ও সহশিক্ষা, আশিক পাল ও শোয়েব আক্তার তামিম আইসিটি,মিডিয়া ও যোগাযোগ, শান্ত কুমার ও রাসিব আহমেদ সজল দুর্যোগ মানবিক ও সাড়াপ্রদান, সুরভী সাদিয়া লিমা ও  আশিক ঘোষ  স্বাস্থ্য ও সেবা, জহিরুল ইসলাম ও  আল শাহরিয়ার মুজনাবীরকে তহবিল সংগ্রহ পদে মনোনীত করা হয়েছে।