আজ ৫ জুলাই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ১৩তম প্রয়াণ দিবস। ২০১১ সালের এই দিন বেলা পৌনে ৩টায় আকষ্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কপিলমুনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ১৯৪৮ সালের ১ এপ্রিল সাতক্ষীরা জেলাধীন তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে জন্মগ্রহণ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কয়েকবার কারা বরণ করেন মোড়ল আব্দুস সালাম। তিনি ১৯৭১ সালে তালা থানার মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নির্দেশনায় কপিলমুনি রাজাকার ঘাঁটি আক্রমণ ও সফলতা অর্জন করেন।
এদিকে তার মৃত্যুবর্ষিকী উপলক্ষ্যে বিপ্লবী আব্দুস সালাম স্মৃতি পরিষদ, আব্দুস সালাম ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম বৃত্তি ও কল্যাণ ট্রাস্ট, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম স্মৃতি মিনার পরিষদ, আঃ সালাম গণ-গ্রন্থাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এই দিনে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।