• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

desk
প্রকাশিত জুলাই ৮, ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ণ
তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

তালা (সাতক্ষীরা)  ॥  সাতক্ষীরার তালায় মুজিব কিল্লা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৮ জুলাই ) বেলা ১২ টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগরে উপজেলা প্রশাসন আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইখতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারি সুলতানা পুতুল,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাদুল হক প্রমূখ।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে ২কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মুজিব কিল্লা স্থাপিত হতে যাচ্ছে।