• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

desk
প্রকাশিত মে ২৭, ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ণ
তালায় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

তালা ( সাতক্ষীরা) :  সাতক্ষীরা তালায় ঘূর্ণিঝড় রুমালের তাণ্ডবে ঘরবাড়ি দোকানপাট শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের । বিদ্যুৎ বিচ্ছিন্ন, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন চিত্র দেখা গেছে। গত রবিবার রাত ১১ টার পর থেকে উপজেলার প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টি হয় এতে ক্ষয়ক্ষতি হয়। আজ সকাল থেকে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। খলিলনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, তার ইউনিয়নের ৪১ টি ঘর বাড়ি, ১৪ টি দোকান ঘর টিন উড়ে ক্ষয়ক্ষতি এবং ৩৭০ বিঘা ফসলি জমি প্লাবিত, ১১টি ঘের, এছাড়াও মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহীদ কামেল মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তার স্কুলে টিনের চাল উড়ে গেছে। এতে শ্রেণি কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা ৬ শতাধিক শিক্ষার্থীরা। মহান্দী গ্রামের রফিকুল ইসলাম নয়ন জানান, মহান্দী – হাজারাকাটি সড়কের বড় একটি গাছ পড়ে রাস্তার জানবহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন গাছটি সরানোর চেষ্টা করছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, ফসলে জমি পানিতে প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতের পরিমাণ নির্ধারণ করার কাজ চলছে।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ চাওয়া হয়েছে। ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতি নিরূপণে আমরা কাজ করছি।