তালা (সাতক্ষীরা) ॥ তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে ) সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার প্রাথমিক গাজী সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকবুল হোসেন, সহকারী প্রোগ্রামার প্রকৌশলী রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছাড়াও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।